বেনাপোল সীমান্তে চা-পাতা ও কারেন্ট জাল জব্দ

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৭, ০৯:৪৮
ফাইল ছবি

বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে রবিবার রাতে ভারত থেকে চোরাই পথে আসা প্রায় দুই টন চা-পাতা ও ৮০ কেজি কারেন্ট জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কাউকে আটক করা যায়নি।

নৌকাযোগে ভারত থেকে পাচার হয়ে আসা এসব পণ্য বেনাপোলের দৌলতপুর সীমান্তের ইছামতি নদী পার করার সময়জব্দ করেন বিজিবির ২১ ব্যাটালিয়নের সদস্যরা।

২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুর রহমান ঢাকাটাইমসকে জানান, ভারত থেকে নদী পার হয়ে দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য পাচার হয়ে বাংলাদেশে আসছে সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। পরে ইছামতি নদীর তীর থেকে এক হাজার ৮৪৩ কেজি চা-পাতা ও ৮০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।

জব্দ হওয়া মালামাল বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৭মার্চ/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :