‘সুপারম্যান’ সাব্বিরের সুপার পজিশন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১১:৩৩ | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৭, ১১:১৭
ছবি: তিনেই পারফেক্ট সাব্বির।

বাংলাদেশ দলের তিন নম্বর পজিশনে কোনো ব্যাটসম্যানকেই শতভাগ সেট করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। বিভিন্ন সময়ে বেশ কয়েকজন খেলোয়াড়কে ঘুরিয়ে ফিরিয়ে তিনে ব্যাটিং করানো হয়। তাতে খুব একটা সাফল্য আসেনি।

শেষমেশ সেই জায়গাটা পেয়ে ভালোই আলো ছড়াচ্ছেন জাতীয় দলের সুপারম্যান খ্যাত সাব্বির রহমান। পজিশন পাল্টানোর পর সাব্বিরের ব্যাটিংয়ে এসেছে নৈপুণ্য। বেড়েছে রান তোলার গড়।

সাব্বিরের সবশেষ ইনিংসগুলো দেখে তেমন সুবাস নেয়া যায়। সাব্বিরের গেল চার ইনিংস--৪১, ৪২, ৭২, এবং ৫৪। যেখানে ব্যাট হাতে মোট ২০৯ রান করেছেন সাব্বির। ব্যাটিং গড়-৫২.২৫। এমন পরিসংখ্যান দেখে বলাই যায়, তিনেই পারফেক্ট সাব্বির।

কেবল ব্যাট হাতেই নয়। ফিল্ডিংয়েও বেশ নামডাক রয়েছে সাব্বিরের। ২২ গজে তাঁর ফিল্ডিং দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। নিজেকে ফিট রাখতে রুটিনের বাইরে নিয়মিত জিম করেন সাব্বির। ফলে তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন তোলারও কোনো সুযোগ নেই।

২০১৪ সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয় সাব্বিরের। এখন পর্যন্ত ৩৩ ওয়ানডে ম্যাচ থেকে ৭৫০ রান করেছেন তিনি। যার মধ্যে ৪টি অর্ধশতকও রয়েছে। সর্বোচ্চ সংগ্রহ ৬৫।

এছাড়া টি-টোয়েন্টিতে রীতিমত দাপট দেখাচ্ছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ২৯ ম্যাচ খেলে ঝুলিতে পুরেছেন ৬৮৬ রান। সর্বোচ্চ ৮০ রান। রয়েছে ৩টি অর্ধশতক। স্ট্রাইক রেট ১২১.৪১।

সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকের জার্সি গায়ে ওঠে সাব্বিরের। এরপর টেস্টে ৬টি ম্যাচ খেলা হয়ে গেছে তাঁর। রান সংখ্যা ৩৩০। সর্বোচ্চ রান অপরাজিত ৬৪। রয়েছে ৩টি অর্ধশতক। ব্যাটিং গড় ৩৩।

(ঢাকাটাইমস/২৭মার্চ/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

সাড়ে ৪ বছর পর দলে ফিরে বোলিং করা হলো না মোহাম্মদ আমিরের

জুভেন্টাসের বিপক্ষে জিতলেন রোনালদো, ১১৩ কোটি টাকা দেওয়ার নির্দেশ

বার্সেলোনাকে উয়েফার ৩৭ লাখ টাকা জরিমানা

এই বিভাগের সব খবর

শিরোনাম :