ভাঁজযোগ্য দুই ডিসপ্লের ট্যাব

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৭, ১৬:০১

ভাঁজ করা যাবে এমন দুই ডিসপ্লের একটি ট্যাব বাজারে এনেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। ট্যাবটির মডেল সনি ট্যাবলেট পি।

ক্লামশেল ডিজাইনে তৈরি এই ট্যাবটিতে দুইটি আলাদা আলাদা ডিসপ্লে থাকছে। ডিসপ্লের আকার ৫.৫ ইঞ্চি। উভয় ডিসপ্লেতে ১০২৪x৪৮০ পিক্সেল রেজুলেশন পাওয়া যাবে। একটি বড় কব্জার মাধ্যমে ডিসপ্লে দুইটিকে এক করে রাখা হয়েছে।

দুই স্ক্রিনের এই ট্যাবটিতে বাড়তি সুবিধা পাওয়া যাবে। একটি স্ক্রিনকে কি-বোর্ড এবং অন্য স্ক্রিনকে মনিটর হিসেবে ব্যবহার করা যাবে।

ট্যাবটিতে অ্যানড্রয়েড ৩.২ হানিকম্ব প্রি-ইনস্টল করা আছে। এটি অ্যানড্রয়েড ৩.২ আইসক্রিম স্যান্ডউইচে আপগ্রেড করা যাবে।

ট্যাবটিতে আছে এনভিডিয়া টেগরা ২ চিপ এবং ডুয়েল কোর ১ গিগাহার্জ সিপিইউ। এছাড়াও এতে ১ জিবি র‌্যাম এবং ৪ জিবি বিল্টইন মেমোরি আছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ট্যাবটির ব্যাটারি ৩০৮০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। এর রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ফ্রন্টে আছে ভিজিএ ক্যামেরা।

ট্যাবটির ভিডিও দেখুন: <iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/HxDrWMAxnBk" frameborder="0" allowfullscreen></iframe>

(ঢাকাটাইমস/২৭মার্চ/এজেড)

(ঢাকাটাইমস/২৭মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :