সাভারে বাসচাপায় শ্রমিক নিহত, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৭, ১৬:২৬

সাভারের আশুলিয়া ও গাজীপুরের সীমান্তবর্তী এলাকায় বাসচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের সহকর্মী বিক্ষুব্ধ শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

সোমবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মো. ইদ্রিস বাড়ইপাড়া এলাকার এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ার লি. নামের কারখানার শ্রমিক। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হাবাসপুর গ্রামের সুলতান উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইদ্রিস নামের ওই শ্রমিক ভোরে বাড়ইপাড়া এলাকার মসজিদে ফজরের নামাজ শেষে নবীনগর-চন্দ্রা মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এসময় ইতিহাস পরিবহনের একটি দ্রুতগতির বাস ইদ্রিসকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নিকটস্থ একটি ক্লিনিকে ও পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় দুপুরে ইদ্রিসের মৃত্যর খবরে তার সহকর্মী শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়ায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শামিম বিষয়টি নিশ্চিত করে জানান, বাসচাপায় শ্রমিক নিহতের ঘটনায় উত্তেজিত শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে চালকের বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। বর্তমানে সড়কটিতে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

(ঢাকাটাইমস/২৭মার্চ/আইআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :