পিরোজপুরে সঙ্গীত প্রতিযোগিতার বাছাই অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৭, ১৬:৫৫

জাতীয় সঙ্গীতকে শুদ্ধ উচ্চারণে গাওয়া এবং বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পিরোজপুরে ‘কচি-কাঁচা বম্বে সুইটস্’ সঙ্গীত প্রতিযোগিতা-২০১৭’র জেলা পর্যায়ের বাছাই অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে শহরের পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাছাই অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বম্বে সুইটস্ এর আয়োজনে অনুষ্ঠিত বাছাইয়ে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল লতিফ মজুমদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মণ্ডল, বম্বে সুইটস্-এর আঞ্চলিক ব্যবস্থাপক ফখরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়।

জেলা পর্যায়ে ‘ক’ ও ‘খ’ গ্রুপে মোট ১৮ জন প্রতিযোগিতায় অংশ নেন। ‘ক’ বিভাগে শুদ্ধ জাতীয় সংগীতে প্রথম স্থান অধিকার করেন পালপাড়া প্রাথমিক বিধ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী অবনী দাশ চৈতী।‘খ’ বিভাগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী নম্রতা কর্মকার।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জেলা উদীচী শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক খালিদ আবু ও গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। বিজয়ীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।

ঢাকাটাইমস/২৭মার্চ/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :