শিবচর ফিল্ম সোসাইটির যাত্রা শুরু

ইমতিয়াজ আহমেদ, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০১৭, ১৭:১১| আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৭:১৩
অ- অ+

তরুণদের অংশগ্রহণে যাত্রা শুরু করলো শিবচর ফিল্ম সোসাইটি। ‘সুন্দর এক বিস্ময়, বিস্ময় চলচ্চিত্র’ স্লোগানে শিবচর অডিটোরিয়ামে সোমবার দুপুরে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

মাদারীপুর জেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী পৃষ্ঠপোষকতায় উপজেলার একঝাঁক তরুণের সমন্বয়ে সংগঠনটির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সংসদীয় দলের সাধারণ সম্পাদক, অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘শিল্প-সংস্কৃতির চর্চার মাধ্যমে সৃজনশীল সমাজ গঠন সম্ভব। শিবচর ফিল্ম সোসাইটি সংস্কৃতির চর্চার মাধ্যমে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম তালুকদার।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি গোলাম কুদ্দুস, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, শিবচর ফিল্ম সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক মুনির চৌধুরী, শিবচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তোতা খান প্রমুখ।

অনুষ্ঠান শেষে শিশুতোষ শর্ট ফিল্ম প্রদর্শন করা হয়।

(ঢাকাটাইমস/২৭মার্চ/ প্রতিনিধি/এজেড)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা করছে: ডা. ইরান
ফরিদপুর চিনিকলে আখ মাড়াই উদ্বোধন, ৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা
বিচার ব্যবস্থা ঠিক না থাকলে দেশের কিছুই ঠিক থাকে না: আমীর খসরু 
আ.লীগের মিসবাহ উদ্দিন সিরাজকে তুলে নিয়ে কোপালো দুর্বৃত্তরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা