সিলেটে জঙ্গি অভিযানের ভিডিও প্রকাশ

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৭:৪২ | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৭, ১৭:১৮

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির সন্দেহভাজন জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনাবাহিনী অভিযানের একটি ভিডিও প্রকাশ হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এই ভিডিওটি প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে।

অভিযানের তৃতীয় দিন সোমবার এই ভিডিওটি প্রকাশ করা হয়। গত শুক্রবার আস্তানাটি খুঁজে পায় পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার টেররিজম ইউনিট। কিন্তু তারা অভিযানে না গিয়ে ঢাকা থেকে নেয়া হয় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট। কিন্তু জঙ্গি আস্তানাটির পরিস্থিতি দেখে তাদের পক্ষে অভিযান চালানো কঠিন বলে জানানোর পর ডাকা হয় সেনাবাহিনীকে।

শুক্রবারই সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিটকে পাঠানো হয় ঘটনাস্থলে। শনিবার তারা অভিযান শুরু করে। এর নাম রাখা হয় ‘অপারেশন টোয়াইলাইট’। এরপর তিন দিন ধরে গোলাগুলি চললেও জঙ্গিরা হার মানতে চাইছে না।

অভিযানের দ্বিতীয় দিন রবিবার বিকালে সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযান নিয়ে ব্রিফিং করা হয়। জানানো হয়, সেনাবাহিনীর গুলিতে ভেতরে দুই জঙ্গি নিহত হয়েছে। আরও এক বা একাধিক জঙ্গি রয়ে গেছে।

বাড়ির নিচের অংশের দেয়ালে ভেঙে ছিদ্র করতে দেখা গেছে। বাড়ির একটি সাইডে বড় একটা ছিদ্র করে ফেলেন তারা।

সেনাবাহিনী জানায়, বাড়ির ভেতরে জঙ্গিরা নানা ধরনের বিস্ফোরক বেঁধে রেখেছে। এ কারণে বাড়ির ভেতরে ঢোকা বিপজ্জনক হয়ে পড়েছে।

এই অভিযান শুরুর পর থেকে নিরাপত্তাহীনতার কারণে গণমাধ্যমকর্মীদেরকে দূরে অবস্থান করতে হচ্ছে। ফলে অভিযানের ভিডিও ও স্থিরচিত্রর জন্য সেনাবাহিনীর ওপরই নির্ভর করতে হচ্ছে। শনিবার অভিযান শুরুর দিনই সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদেরকে কিছু স্থিরচিত্র দেয়া হলেও এটি সবাই পায়নি। এ কারণে রবিবার আইএসপিআরের ওয়েবসাইটে ছবি দেয়া হয়। এরপর দেয়া হয় ভিডিও।

কমান্ডোরা অবিরাম গুলিবর্ষণের মধ্যে বাড়ির কাছাকাছি পৌঁছে যাওয়ার পর বাড়ির ভেতর থেকে গুলি চালাতে শুরু করলে কমান্ডোদের ফিরে আসার নির্দেশ দেওয়া হচ্ছে

একটি বাড়ির ছাদে সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে।

শেষের ভিডিওতে আস্তানার ছাদ থেকে ধোয়া উড়তে দেখা যায়। এই ভিডিওগুলো আইএসপিআরের ওয়েবপেজ থেকে নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৭ মার্চ/এমএবি/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পালিয়ে আসা সেনাসহ ২৮৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠাল বিজিবি

উপজেলা নির্বাচনের প্রচারে এমপি নামলে ব্যবস্থা: ইসি আলমগীর

‘মোজাম্মেল হকের বিরুদ্ধে নেমে পরিবহন চাদাঁবাজরা সরকারের আস্থাভাজন হতে চায়’

রানা প্লাজা ধসের ১১ বছরেও ক্ষতিপূরণ পাননি, কাঁদলেন শ্রমিকরা

৬ বছরে ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬৭৪, আহত ৪৭৬৫

হজযাত্রীর ভোগান্তি হলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ধর্মমন্ত্রী

নির্মাণাধীন ভবনে লার্ভা পেলেই কাজ বন্ধ: মেয়র তাপস 

সুষ্ঠু ভোট করতে প্রশাসনের উচ্চপদস্থদের সঙ্গে ইসির বৈঠক রবিবার

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

মিয়ানমারে কারাভোগ শেষে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

এই বিভাগের সব খবর

শিরোনাম :