নাটোরে ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৭, ১৭:৫৪

নাটোরের সিংড়ায় আদিবাসী এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছে আদালত। এছাড়া অপর তিনজনকে খালাস দেয়া হয়েছে।

সোমবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন।

২০১৫ সালের ২৩ আগস্ট সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের হোসেনপুর এলাকায় আদিবাসী এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে স্থানীয় বেশ কয়েকজন যুবক। পরে এই ঘটনার খবর বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সিংড়ার কুম্বুবি কালিগঞ্চ ফাড়ির উপ-পরিদর্শক আব্দুল জব্বার বাদী হয়ে ২০০৫ সালের ২৭ আগস্ট ছয়জনের নামে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে আদালতে পাঁচজনের নামে চার্জশিট দাখিল করে পুলিশ।

সাক্ষ্য-প্রমাণ এবং দোষীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দীর ভিত্তিতে সোমবার দুপুরে আদালত আসামি সুইট প্রামাণিক এবং চান মিয়া ওরফে ফেরদৌসকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া মামলার অপর তিন আসামিকে খালাস দিয়েছে আদালত।

(ঢাকাটাইমস/২৭মার্চ/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :