‘স্বাধীনতার ইতিহাস বিকৃতিকারীরা বসে নেই’

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৭, ১৮:৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির উদ্যোগে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৭’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘বহু সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে। এই মহান স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করে আসছে স্বাধীনতার পর থেকেই স্বাধীনতাবিরোধী একটি চক্র। আজও তারা বসে নেই, এখনো স্বাধীনতার বিরোধিতা করছে এবং ভবিষ্যতেও করবে।’

আবদুল মান্নান বলেন, ‘শিক্ষার্থীরা আগামীর ভবিষ্যৎ। তাই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষার্থীদের জঙ্গিবাদ ও মাদকবিরোধী কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সে ব্যাপারে অবিভাবক ও শিক্ষকদের সচেতন হতে হবে।’

প্রধান বক্তা হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘স্বাধীনতার সংগ্রামে যারা বিরোধিতা করেছিল তাদের উত্তরসূরিরাই আজ জঙ্গিবাদে সংশ্লিষ্ট। জঙ্গিবাদের উদ্ভব হঠাৎ করে সৃষ্টি হয়নি। এর আগেও পৃথিবীর বিভিন্ন স্থানে জঙ্গিবাদের উদ্ভব ঘটেছে। শুধু প্রশাসন দিয়ে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়। এইজন্য প্রয়োজন সাংস্কৃতিক জাগরণ। সাংস্কৃতিক অবক্ষয় রোধ করতে হবে এবং বাঙালি জাতির প্রকৃত সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশ ও জাতির মানসিক ও বাস্তবিক উন্নয়ন ঘটাতে হবে। তবেই জঙ্গিবাদ নির্মূল হবে।’

উপাচার্য আরও বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার। সত্যিকারের মানুষের বাংলাদেশ গড়তে পারলেই সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া সম্ভব। তাই সত্যিকারের মানুষ গড়াই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।’

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়াম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা জলি বক্তব্য দেন।

শিক্ষক সমিতির সদস্য কাজী ফারুক হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম। এছাড়াও বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আব্দুল বাকী, শাখা ছাত্রলীগের সভাপতি এফ. এম. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এস. এম. সিরাজুল ইসলাম প্রমুখ।

এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীবৃন্দ ও শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৭মার্চ/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :