‘জঙ্গি’ রাজীব গান্ধীর পাঁচ দিনের রিমান্ড

গাইবান্ধা (আঞ্চলিক) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৭, ১৮:৫৮

গুলশানে হলি আর্টিসানে হামলার পরিকল্পনায় অভিযুক্ত ‘জঙ্গি’ নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে এক পল্লী চিকিৎসক হত্যা মামলায় পাঁচ দিনের রিমাণ্ড দিনের আদালত।

সোমবার বিকেলে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জয়নাল আবেদীন এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করে ঢাকাটাইমসকে জানান,২০১৬ সালের শেষের দিকে পলাশবাড়ি উপজেলার মনোহরপুর গ্রামের পল্লী চিকিৎসক মাহবুবর রহমান ডিপটিকে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা। এ মামলায় রাজীব গান্ধীর সংশ্লিষ্টতা রয়েছে এমন তথ্যে রাজীব গান্ধীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে সিআইডি পুলিশ। পরে শুনানি শেষে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজীব গান্ধী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম রাঘবপুর এলাকার ভূতমারি গ্রামের বাসিন্দা।

(ঢাকাটাইমস/২৭মার্চ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :