ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচন ১১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৭, ২১:০৮

সাব এডিটরদের সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন আগামী ১১ এপ্রিল (মঙ্গলবার) জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে ডিএসইসির প্রধান নির্বাচন কমিশনার কাজী মোহসিন আল-আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সভায় এই তফসিল ঘোষণা করা হয়। সভায় নির্বাচন কমিশনার ড. উৎপল কুমার সরকার, অশোক কুমার সিংহ ও সরদার ফরিদ আহমদ উপস্থিত ছিলেন।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তফসিল অনুযায়ী মনোনয়পত্র সংগ্রহ ১ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ও ২ এপ্রিল বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, মনোয়নপত্র জমাদান ২ এপ্রিল বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ২ এপ্রিল, ৩ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।

ভোটগ্রহণ ১১ এপ্রিল মঙ্গলবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

মনোয়নপত্র সংগ্রহ, জমা ও প্রত্যাহার কার্যক্রম চলবে ডিএসইসি কার্যালয়ে।

১১ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এজিএম অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২৭মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা