জনপ্রিয় অভিনেতা ‍মিজু আহমেদের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ মার্চ ২০১৭, ২১:৫২ | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৭, ২১:৪৬

প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা মিজু আহমেদ আর নেই। সোমবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নেতা মুশফিকুর রহমান গোলজার এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, একটি চলচ্চিত্রের শুটিংয়ের জন্য ট্রেনযোগে দিনাজপুর যাওয়ার উদ্দেশে সন্ধ্যার পর বিমানবন্দর স্টেশনে অপেক্ষা করছিলেন মিজু আহমেদ। রাত সোয়া আটটার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক মিজু আহমেদকে মৃত ঘোষণা করেন।

মূলত খল অভিনেতা হিসেবে মিজু আহমেদ বাংলা চলচ্চিত্রে বেশি পরিচিত। মাঝে মাঝে বেশ কিছু ছবির প্রযোজনাও করেছিলেন।

১৯৫৩ সালের ১৭ নভেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন মিজু আহমেদ। ১৯৭৮ সালে তৃষ্ণা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর একের পর এক ছবিতে অভিনয় করে জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেন। তার অভিনীত ছবিগুলো মধ্যে হচ্ছে মহানগর, স্যারেন্ডার, চাকর, সোলেমান ডাঙ্গা, ত্যাগ, বশিরা, আজকের সন্ত্রাসী, হাঙ্গর নদী গ্রেনেড, কুলি, লাঠি, লাল বাদশা, গুন্ডা নাম্বার ওয়ান, ঝড়, কষ্ট ইত্যাদি। ১৯৯২ সালে সেরা অভিনেতা হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

ঢাকাটাইমস/২৭মার্চ/এমআর

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :