নাজিরপুরে শিক্ষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সৈয়দ মাহ্ফুজ রহমান, পিরোজপুর থেকে
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০১৭, ২২:৪৪

পিরোজপুরের নাজিরপুরে স্কুল শিক্ষক সমীরণ মজুমদারকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

সোমবার বিকেলে উপজেলাস্থ পূবালীব্যাংক চত্বরে দেড়ঘণ্টা ব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেলেনা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার সমিতির উপজেলা সভাপতি মো. আতিয়ার রহমান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুখরঞ্জন বেপারী, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উপজেলা সদস্য সচীব এইচ এম লাহেল মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুভ্রত কুমার রায়, শিক্ষক সমিতির নির্ঝর কান্তি সুতার, একেএম ফয়সাল আলম, অশোক কান্তি শিকদার, মো. সাফায়েত হোসেন প্রমুখ।

বক্তরা,শিক্ষক হত্যার সাথে জড়িত ব্যাক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারে প্রশাসনের কাছে জোর দাবি জানান।

গত বুধবার গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম চর বানিয়ারী গ্রামের শশধর পাড়া এলাকার শৈলেন্দ্র নাথ মজুমদারের ছেলে ও উপজেলার ৯নং পশ্চিম বানিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিন সন্তানের জনক সমীরণ মজুমদারের ঘরের শিঁদ কেটে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা।

এ সময় স্কুল শিক্ষক বিষয়টি টের ঘরের দরজা খুলে পালাতে চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে ধরে ফেলে এবং উপর্যপুরি কুপিয়ে আহত করে। এ সময় স্ত্রী স্বপ্না বোষ বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে গুরুত্বর আহত করে। তার বাম হাতের দুইটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়।

এ ঘটনায় আহত স্বপ্না বোষ বাদী হয়ে (অজ্ঞাত নামা) নাজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহতের স্ত্রী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের সংযুক্তা মজুমদার (৯), সুবিতা মজুমদার (৫) নামের কন্যা ও অপু মজুমদার নামের দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। নিহতের পিতা শৈলেন্দ্র নাথ মজুমদার ও মাতা নিহার কনা মজুমদার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক।

(ঢাকাটাইমস/২৭মার্চ/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :