শরীয়তপুরে ট্রাকচাপায় সাবেক পোস্টম্যান নিহত
শরীয়তপুরে ট্রাকচাপায় পোস্ট অফিসের সাবেক এক কর্মচারী মারা গেছেন। তার নাম ফজলুর রহমান। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।
মঙ্গলবার ভোরে শরীয়তপুর-ঢাকা মহাসড়কে তুলাসার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুর রহমান পৌরসভার ৪নং ওয়ার্ডর তুলাসার গ্রামের মৃত্য ছামাদ সরদারের ছেলে। তিনি বছরখানেক আগে চাকরি থেকে অবসর নেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে তিনি ফজরের নামাজের জন্য মসজিদে যাচ্ছিলেন। এ সময় চালবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. খলিলুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৮মার্চ/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন