ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশটির পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলার কুটি-চৌহমুনী এলাকার কালামুড়িয়া সেতুর কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, সকালে কুটি-চৌমুহনীর কালামুড়া সেতুর কাছে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে ইউপি চৌকিদার শাহ আলম খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। লাশটিতে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি। পুলিশ লাশের পাশ থেকে একটি পাইপগান ও দুইটি কার্তুজও উদ্ধার করে।
(ঢাকাটাইমস/২৮মার্চ/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন