আধিপত্য বিস্তার নিয়েই খুন হন বাবু: পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০১৭, ১৩:৫৮
ফাইল ছবি

এলাকায় আধিপত্য বিস্তার এবং কোরবানির পশুর চামড়ার টাকা নিয়ে বিরোধীতার জের ধরেই মতিঝিল এজিবি কলোনির রেজভী আহমেদ বাবু ওরফে বোঁচা বাবুকে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন।

মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগের একটি দল বাবু হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলেন আবু সালেহ ওরফে সালে, মো. কামরুল হাসান বাবু ও নাসির উদ্দিন। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার এবং নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারদের সম্পর্কে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন ডাকা হয়।

আবদুল বাতেন বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও কোরবানির পশুর চামড়া বিক্রির টাকা নিয়ে আবু সালেহের সঙ্গে বাবুর বিরোধ হয়। এ কারণে বাবু চট্টগ্রামে থাকা তার ভাই মুসার সঙ্গে হত্যাকাণ্ডের পরিকল্না করেন। হত্যাকাণ্ডে দুই ভাই আরও দুইজনকে সম্পৃক্ত করান। পরিকল্পনার অংশ হিসেবে ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর মতিঝিলের এজিবি কলোনিতে বাবুকে হত্যা করা হয়।

গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার বলেন, মামলাটিতে ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে দুইজন দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলম, পূর্ব বিভাগের উপকমিশনার খোন্দকার নুরুন্নবী, পশ্চিম বিভাগের উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান এবং জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান।

ঢাকাটাইমস/২৮মার্চ/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :