কুমিল্লা নিয়ে অসন্তোষ সত্ত্বেও আশাবাদী রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৪:৪৯ | প্রকাশিত : ২৮ মার্চ ২০১৭, ১৪:৩৩

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ নিয়ে বিএনপির অসন্তোষের কথা জানিয়ে দলটির সিনিয়র যু্গ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এরপরও আমরা আশা করবো কুমিল্লার নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ভোটারদের নির্ভয়ে ভোট প্রদানের পরিবেশ নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তার প্রতিশ্রুতি রক্ষা করবেন।’

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এই আশাবাদ ব্যক্ত করেন।

তবে নির্বাচনে বিএনপি এখনো সেনা মোতায়েনের দাবি করছে কি না এমন প্রশ্নে রিজভী বলেন, ‘আমরা পরিস্থিতি দেখছি। আজকে দিনও দেখবো। যদি অবস্থার পরিবর্তন না হয় তাহলে আমরা দাবি করবো।’

সোমবার সিইসির সঙ্গে সাক্ষাতের কথা তুলে ধরে রিজভী বলেন, ‘কুমিল্লার নির্বাচনে পুলিশ ও স্থানীয় সন্ত্রাসীরা বিএনপি প্রার্থীর সমর্থক ও নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। বিএনপির প্রার্থীর পোস্টারে, ব্যানার, লিফলেট ছিঁড়ে ফেলা হচ্ছে। বিশেষ করে বর্ধিত নয়টি ওয়ার্ডে প্রশাসনের ছত্রছায়ায় সন্ত্রাসীরা সাধারণ ভোটারসহ বিএনপি কর্মী ও সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে।’

এই নয়টি ওয়ার্ডের ৪৩টি ভোটকেন্দ্রকে অত্যধিক ঝুঁকিপূর্ণ দাবি করে রিজভী এসব কেন্দ্রে নির্ভয়ে ভোট দেয়ার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

রিজভী প্রত্যেকটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়ে বলেন, ‘পুরোটায় সম্ভব না হলেও নয় ওয়ার্ডের ৪৩টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। সিইসিকেও সে কথা বলা হয়েছে।’

আওয়ামী লীগের প্রার্থী ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে রিজভী বলেন, ‘এসব অভিযোগ স্থানীয় প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কাছে দেয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।’

ভারতের সঙ্গে বাংলাদেশের সামরিক চুক্তির বিষয় উল্লেখ করে নানা অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের প্রতিরক্ষা ‍চুক্তি হবে বাংলাদেশকে উপনিবেশ বানানোর এক সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ।’

(ঢাকাটাইমস/২৮মার্চ/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :