‘বৈশাখী ভাতা’র দাবিতে আন্দোলনের হুমকি শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০১৭, ১৫:২০

বৈশাখী ভাতার দাবিতে আন্দোলনে নেমেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। তারা বলেছেন, সরকারি চাকরিজীবীদের মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরও উৎসব ভাতা হিসেবে বৈশাখী ভাতা দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলা শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে বক্তারা এই দাবি জানান।

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি তুলে ধরে মানববন্ধনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের টাইমস্কেল প্রদান ও স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তকরণ ও শিক্ষকদের জন্য বার্ষিক ৫% প্রবৃদ্ধি দেয়ার দাবি জানান শিক্ষকরা।

বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী বলেন, ‘অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবিগুলো মেনে নিন। অন্যথায় কঠোর কর্মসূচি দিয়ে দাবি আদায় করা হবে। এর ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হলে এর দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।’

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিলকিস জাহান, সহ-সভাপতি সমরেন্দ্র নাথ রায়, হাসিনা পারভীন, আব্দুল মজিদ, অধ্যাপক ফজলুল হক প্রমুখ।

(ঢাকাটাইমস/২৮মার্চ/জিএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :