ইপিজেডে ট্রেড ইউনিয়ন চায় ইইউ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০১৭, ১৬:৩৭

আন্তর্জাতিক শ্রম সংগঠনের(আইএলও) নিয়ম অনুযায়ী এক্সপোর্ট প্রসেসিং জোনে (ইপিজেড) ট্রেড ইউনিয়ন চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে সেখানে ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে যে সংগঠন বর্তমান রয়েছে সেটিকে আইএলও এর আদলে গঠন করা হলে কোনো সমস্যা থাকবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ‘ইইউ ইপিজেডে ট্রেড ইইউনিয়ন চেয়েছে। আমি তাদেরকে বলেছি সেখানে ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে শ্রম সংগঠন আছে। তারা ট্রেড ইউনিয়নের মতই কাজ করে। আইএলও এর নিয়মানুযায়ী আলোচনা সাপেক্ষে করা যাবে। সেভাবে হলে ইইউর কোনো আপত্তি থাকবে না।

মঙ্গলবার সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের প্রতিনিধিদ দলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ‘ইপিজেডে শ্রমিকদের পরিবেশ খুবই ভাল। তারা সেখানে ভাল বেতন পায়। কেউ ১০ হাজার টাকার নিচে পায় না। শ্রমিক, মালিক ও বিদেশি স্টেকহোল্ডার- এই তিনপক্ষ বসে সব সমস্যা সমাধান করা যাবে।

ইইউর সঙ্গে আর কোনো সমস্যা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে, বাংলাদেশে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে শ্রমিকদের কাজ করার পরিবেশ অনেক ভাল। বেতন নিয়ে যে সমস্যার কথা তারা বলেছে সে বিষয়ে আমি বলেছি, বর্তমান সরকার ৩৩৮ শতাংশ পর্যন্ত বেতন বাড়িয়েছে শ্রমিকদের। কেউ কাজে যোগ দিলেই পাঁচ হাজার ৩০০ টাকা পাবে। প্রতি বছর ৫ শতাংশ বেতন বাড়ে। এছাড়া প্রতি পাঁচ বছর পর পর ওয়েজ বোর্ড দেয়া হয়। এসব তারা জানতো না । আমার কাছ থেকেই তারা শুনেছে। তারা ইতিবাচক হয়েছে। তারা (ইইউ) এখন অনেকটা নমনীয়।’

মন্ত্রী বলেন, ‘অ্যাকোর্ড এবং অ্যালাইন্স যে কারখানাগুলো পরিদর্শন করে সেটা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। এটা আমাদের জন্য ভাল হয়েছে। আমাদের কারখানাগুলো কমপ্লাইন্স কারখানায় পরিণত হয়েছে। আশুলিয়ার ঘটনাটা অঞ্চলভিত্তিক। এটা তো সারাদেশে হয় না। সেটা আমরা ইইউকে বুঝিয়েছি।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ইইউ চায় শ্রম আইনটা যেন আইএলও এর সঙ্গে সামাঞ্জস্য হয়। তবে আমি কিন্তু তাদেরকে (ইইউ) বলেছি কারখানাকে আধুনিকীকরণ করার জন্য বিনিয়োগকারীদের অনেক টাকা খরচ করা হয়েছে। কিন্তু পণ্যের দাম তো বাড়েনি। পণ্যের দাম আপনারা বাড়ান। যদিও এটা এখনই সম্ভব নয়। কারণ বিশ্বব্যাপী এখন মন্দা চলছে।’

শ্রমিক সংগঠন নিয়ে করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘শ্রম সংগঠনে কোনো সমস্যা নেই। কারখানার ভেতরের শ্রমিকরা যদি সংগঠন করে তাতে কিন্তু সমস্যা হয় না। সমস্যা হয় বাইরে থেকে নেতা হলে। তবে আমরা শ্রম আইন অনুযায়ী চলব। এখানে কোনো ছাড় হবে না।’

(ঢাকাটাইমস/২৮মার্চ/এমএম/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ঢাবির কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক কামরুল, সম্পাদক আফতাব আলী

বিডিবিএল-সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত নিয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

প্রিমিয়ার ব্যাংকের প্রথম প্রান্তিক ব্যবসায়িক সম্মেলন

তিন উৎসবে রঙিন এনআরবিসি ব্যাংক

নারীর অধিকার আদায়ে ইসলামী ব্যাংকের মুদারাবা মোহর সঞ্চয়ী হিসাব

রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা

ব্যাংক এশিয়া কিনে নিচ্ছে পাকিস্তানি আলফালাহ ব্যাংক

এনসিসি ব্যাংক এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মধ্যে চুক্তি

এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মইদুল ইসলাম

ডিএমডি হলেন অগ্রণী ব্যাংকের শামিম উদ্দিন আহমেদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :