ক্যারিয়ার সেরা ‘ব্যয়বহুল’ মোস্তাফিজ

ক্রীড়া প্রাতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০১৭, ১৯:৫৬

কাঁধের অপারেশনের পর কী আগের সেই ছন্দ হারিয়ে ফেলেছেন মোস্তাফিজুর রহমান? নিউজিল্যান্ড থেকে শ্রীলঙ্কা-দুই সফরে সাদামাটা বোলিংয়ে এই প্রশ্নটাই উঠছে।

নিউজল্যান্ড সফরের আগে পর্যন্ত ওভার প্রতি ৫ রানের নিচে দিয়েছিলেন তিনি। মানে কোনো ম্যাচেই তার বোলিং ইকোনমি ৫ এর উপরে ছিল না। কিন্তু নিউজিল্যান্ডর বিপক্ষে ক্রাইশ্চার্চে ওভার প্রতি রান দেন ৬.২০।

শ্রীলঙ্কা সফরে তো আরো বেশি ব্যয়বহুল তিনি। সেই কাটার নেই, নেই বিপজ্জনক স্লোয়ারও। সাদামাটা বোলিং। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্রতি ওভারে রান দিলেন ৬.৮৫ করে। অথচ তার চেয়ে ওভার প্রতি কম রান দেন মাশরাফি ও তাসকিন।

মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে তো আরো বেশি ব্যয়বহুল। বলতে গেলে তিনিই ছিলেন এদিনকার সবচেয়ে ব্যবহুল বোলার। ওভার প্রতি রান দিলেন ৭.৫০ করে। অথচ তার চেয়ে অনেক কম রান দিয়েছেন মশিরাফি ও তাসকিন। মাশরাফি ৫.৫০ ও তাসকিন ওভার প্রতি রান দেন ৫.৩২ করে।

লঙ্কান ব্যাটসম্যানরা এদিন কাটার বয়কে পেয়েও বসলেন। চড়াও হলেন সমানে। রান তুললেন দেদার।

(ঢাকাটাইমস/২৮মার্চ/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :