মহানন্দা নদী বাঁচাতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০১৭, ২১:৪৬

চাঁপাইনবাবগঞ্জে মৃতপ্রায় মহানন্দা নদী খনন, দূষণ ও দখলমুক্ত করার দাবিতে নদীবক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় পরিবেশ সংগঠন সেভ দ্য নেচার এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের কো-অর্ডিনেটর রবিউল হাসান ডলার, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সমাজসেবক শফিকুল আলম ভোতা, সাংবাদিক শহিদুল হুদা অলক, ডাবলু কুমার ঘোষ, কাউন্সিলর জিয়াউর রহমান আরমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এক সময়ের খরস্রোতা মহানন্দা নদী শুকিয়ে পানি শূন্য হয়ে পড়েছে। তাই পানির উৎস, প্রাকৃতিক পরিবেশ রক্ষায় মহানন্দা নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনা, নদীর তীর দখলমুক্ত, সুয়্যারেজের পানিতে নদী দূষণ বন্ধ করতে হবে।

(ঢাকাটাইমস/২৮মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :