জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০১৭, ২২:৩৫

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গিদের বোমা হামলাসহ সারাদেশে জঙ্গিবাদের প্রতিবাদে সিলেট, পটুয়াখালী, জাহাঙ্গীরনগরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়গুলো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে দিনটি পার করে।

এদিন বেলা সাড়ে ১২টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ঋত্বিক দেবের নেতৃত্বে ছাত্রলীগ কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। মিছিল শেষে শামীম মোল্লার সভাপতিত্বে ও ঋত্বিক দেবের পরিচালনায় ক্যাম্পাসে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলের নেতৃত্বে ছাত্রলীগ কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আনিসুজ্জামানের নেতৃত্বে জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করে ছাত্রলীগ।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের গৃহিত সিদ্ধান্ত মোতাবেক চার দিনব্যাপী জঙ্গিবিরোধী কর্মসূচির প্রথম দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের নেতৃত্বে মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশ করে জাবি ছাত্রলীগ।

রংপুর মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেনের নেতৃত্বে মিছিল হয়। বগুড়া জেলা ছাত্রলীগ সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায় জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশ পালন করে।

(ঢাকাটাইমস/২৮মার্চ/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :