‘বিজ্ঞাপনের কারণে সবাই এখন ইউটিউবমুখী’

মাহমুদ উল্লাহ, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০১৭, ০৮:২৬

নাটকের মাঝে বিজ্ঞাপন বিরতির কারণে সবাই এখন ইউটিউবমুখী। নাটকের মাঝে স্ক্রিন ছোট হয়ে পাশে বিজ্ঞাপন প্রচার হয় ফলে দর্শক বিরক্ত হয়ে ইন্টারনেটের শরণাপন্ন হচ্ছে। সবাই এখন ইউটিউবেই নাটক দেখছে। এমনটাই বললেন জনপ্রিয় অভিনেতা জিতু আহমেদ।

ঢাকাটাইমসকে বর্তমান টিভি নাটকের বিজ্ঞাপন বিরতির প্রসঙ্গে জিতু বলেন, ‘৪২ মিনিটের নাটক যদি সোয়া দুই ঘণ্টা লাগে দেখতে তাহলে কে-ই বা নাটক দেখবে। অনুষ্ঠানের মাঝে খবর, বিজ্ঞাপন সব দেখানো হয়। তাই সবাই এখন ইউটিউবমুখী হচ্ছে। এই বিষয়ে পত্রপত্রিকায় অনেক কথা হয়েছে কিন্তু দিন শেষ সেই আগের মতোই। নাটকের মাঝে স্ক্রিন ছোট হয়ে সেখানে বিজ্ঞাপন প্রচার হচ্ছে। এ রকম হলে কেন মানুষ টিভি দেখবে।’

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এই অভিনেতা বলেন, ‘আমি খুব প্লানিং করে কিছু করি না। আমি একজন অভিনেতা। অভিনয় করছি, অভিনয়ই করে যেতে চাই।’

টিভি নাটকে তাকে এখন কম দেখা যাওয়ার ব্যাপারে জিতু বলেন, ‘পারিবারিক কিছু দায়িত্ব রয়েছে, এ জন্য নাটকে এখন সময় কম দেয়া হয়। মাঝের কিছু সময় টিভিতে সবাই খুব কমেডি নাটক করত। যে কারণে সেখানে আমি কাজ কম করেছি। কারণ কমেডির নামে ভাঁড়ামি কেউ পছন্দ করে না। তবে এখন আবার নাটকের মান বেড়েছে। আশা করছি নিয়মিত কাজ করব।’

বদরুল আনাম সৌদের চলচ্চিত্র ‘গহিন বালুচর’-এর শুটিং অনেক আগেই শেষ করেছিলেন জিতু আহসান। এখন ডাবিংয়ের কাজ শেষ করলেন। এ ছাড়া শাহরিয়ার নাজিম জয়ের একটি নাটকের কাজ করতে পারেন বলে জানান এই গুণী অভিনেতা।

প্রসঙ্গত জিতু আহসানের বাবা সৈয়দ আহসান আলী সিডনী সত্তর ও আশির দশকের মঞ্চ ও টিভি নাটকের একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এমইউ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :