মিলানে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ইউরোপ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০১৭, ১০:৩৮

ইতালির মিলানে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন ও উন্নয়ন মেলা করছে মিলান কনস্যুলেট।

রবিবার মিলান কনস্যুলেট হলরুমে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল রেজিনা আহমেদ।

পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ শেষে স্বাধীনতা দিবসের উপর প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন কনসাল রফিকুল করিম ও ভাইস কনসাল নাফিসা মনসুর।

স্বাধীনতা দিবস ও উন্নয়ন মেলায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের উপর তৈরি ডকুমেন্টারি প্রদর্শন এবং উপস্থিত প্রবাসীদের মধ্যে সার্বিক উপস্থাপন করেন কনস্যুলেটের কনসাল জেনারেল রেজিনা আহমেদ।

তিনি শুরুতেই সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহীত সকল উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদার হিসেবে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালে একটি উন্নত দেশে পরিণত করতে সকল প্রবাসী বাংলাদেশিকে আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সিরাজুল ইসলাম গাফ্ফার, নেচার আহমেদ, লোম্বার্দিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মান্নান মালিতা।

(ঢাকাটাইমস/২৯মার্চ/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :