শিক্ষকের বেত্রাঘাতে প্রতিবন্ধী ছাত্র হাসপাতালে

প্রকাশ | ২৯ মার্চ ২০১৭, ১২:৫৯

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ক্লাসে দুষ্টামি করার অপরাধে মাদারীপুরের কালকিনিতে মুরাদ হোসেন (১২) নামে এক প্রতিবন্ধী ছাত্রকে পিটিয়ে জখম করে হাসপাতালে পাঠিয়েছেন প্রধান শিক্ষক।

সে রমজানপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ও থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার বলছে, উপজেলার রমজানপুর এলাকার দক্ষিণ রমজানপুর গ্রামের রহমাত উল্লাহর স্কুল পড়ুয়া মানুসিক প্রতিবন্ধী ছেলে মুরাদ হোসেন ক্লাস রুমে সহপাঠীদের সাথে দুষ্টামী করে। এ দুষ্টামী করার অভিযোগে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলামীন হাওলাদের সহযোগিতায় প্রধান শিক্ষক সাইদুর রহমান ছায়েদ শিক্ষার্থী মুরাদ হোসেনকে জোড়া বেত দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে খবর পেয়ে ছাত্রের মা রুমা বেগম তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শিক্ষার্থীর মা রুমা বেগম ও তার নানা জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, মুরাদ একজন প্রতিবন্ধী। ওকে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মিলে পিটিয়ে জখম করেছেন। আমরা এ বিষয় থানায় ও ইউএনওর কাছে অভিযোগ দিয়েছি। আমরা এ নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার চাই।

অভিযুক্ত প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, মুরাদ ক্লাসে মেয়েদের নিয়ে দুষ্টামী করায় তাকে আমি পিটিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শরীফুল ইসলাম বলেন, আমি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৯মার্চ/প্রতিনিধি/এলএ)