কঙ্গোতে জাতিসংঘের দুই কর্মকর্তার লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০১৭, ১৪:১১

কঙ্গোতে নিখোঁজ থাকা দুই জাতিসংঘ কর্মকর্তার লাশ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। সরকারের এক মুখপাত্র জানান, মধ্যাঞ্চলীয় প্রদেশ কাসাই থেকে মার্কিন নাগরিক মাইকেল শার্প এবং সুইডেনের নাগরিক জায়দা কাটালানের লাশ উদ্ধার করা হয়।

বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কাসাই প্রদেশে সরকার বিরোধী সহিংস এক অভ্যুত্থান শুরু হওয়ার পর চার কঙ্গো নাগরিকসহ ১২ মার্চ তারা নিখোঁজ হয়েছিলেন। চলতি সপ্তাহের শুরুর দিকে বিদ্রোহীরা ৪০ পুলিশ কর্মকর্তার শিরশ্ছেদ করে।

মঙ্গলবার দেশটির যোগাযোগ মন্ত্রী ল্যাম্বার্ট মেনদে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

মেনদে জানান, একটি অগভীর কবরে জাতিসংঘের দুই কর্মকর্তার লাশ খুঁজে পাওয়া যায়। নারী কর্মকর্তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। তবে পুরুষ কর্মকর্তার লাশ অক্ষত ছিল।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস এক বিবৃতিতে বলেছেন, কঙ্গোর দ্বন্দ্ব ও নিরাপত্তাহীনতার কারণ খুঁজতে গিয়ে জাতিসংঘের দুই কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। ন্যায্য বিচার নিশ্চিত করতে জাতিসংঘ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :