‘ফ্রি পানি খেয়ে যান’

নিজস্ব প্রতিবেদক, ঢাটাইমস
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০১৭, ১৪:১২

ফরিদপুর শহরে দক্ষিণ চর কমলাপুরের কাছে পৌঁছলে একজন বললেন, ফ্রি পানি খেয়ে যান। কিসের পানি জানতে চাইলে বললেন, আওয়ামী লীগের জনসভার পানি।

ফরিদপুরের রাজেন্দ্রপুর দক্ষিণ চর কমলাপুর এলাকায় পানি খাওয়াচ্ছেন মনির ও আনোয়ার। তারা দুজনই বেসরকারি চাকরিজীবী।

আনোয়ার বলেন, ‘খাঁ খাঁ রোদে হেঁটে মানুষ যাচ্ছে, তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র চেষ্টা।’ তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগকে ভালোবাসি। আমাদের নেত্রীর জনসভায় যারা আসছেন তারা আমাদের মেহমান। তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই সামান্য সেবাটুকু করছি।’

বুধবার দুপুর আড়াইটায় ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ইতোমধ্যে জনসভাস্থল কানায় কানায় ভরে গেছে। ফরিদপুর এবং আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন। সফরকালে বৃহত্তর ফরিদপুরের বেশ কয়েকটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে আলফাডাঙ্গার কামারগ্রামে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এইচএফ/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :