৩২ বিশ্ববিদ্যালয় নিয়ে প্রাইম এশিয়ায় বিতর্ক প্রতিযোগিতা

লেখা ও ছবি শেখ সাইফ
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০১৭, ১৫:৩২

প্রথমবারের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইমএশিয়া আয়োজন করছে বিতর্ক প্রতিযোগিতা। সরকারি ও বেসরকারি মিলিয়ে সর্বমোট ৩২টি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা।

বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। প্রাইমএশিয়া ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (পিএইউডিসি) এবং ডিবেট ফর ডিমোক্রেসীর যৌথ উদ্যোগে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিতর্ক বিষয়ে প্রাইম এশিয়ার কোষাধ্যক্ষ এ কে এম আশরাফুল হক বলেন, 'জঙ্গিবাদ থেকে দূরে রাখতে এবং মননশীলতা বৃদ্ধির জন্য আমরা শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নানবিধ কর্মকাণ্ডে জড়িত করেছি। এতে একদিকে যেমন বুদ্ধি, মেধা ও প্রজ্ঞার বিকাশ ঘটছে অন্যদিকে শিক্ষার্থীরা অপরাধমূলক কাজ সংগঠিত করার সুযোগ পাচ্ছেন না। মনোবিকাশ তৈরি হচ্ছে সুন্দরভাবে।'

তিনি বলেন, 'আমরা যদি জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা ভালোভাবে সম্পন্ন করতে পারি তাহলে অবশ্যই পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে আয়োজন করবো।'

১৬টি সরকারি ও ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় জাতীয় পর্যায়ের এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিতর্কে পক্ষ ও বিপক্ষ উভয় দলে পাঁচজন করে অংশগ্রহণ করবে। তিনজন বক্তব্য প্রদান করবে এবং দুইজন প্রস্তুত থাকবে।

বিতর্কের বিষয় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের আহ্বায়ক ড. এ. আর. খান বলেন, 'সমকালীন বিষয় নিয়ে বিতর্কের বিষয় নির্ধারণ করা হবে। এর ভেতর থাকবে সুন্দর সমাজ গঠনের বিষয়, বাল্য বিবাহ নিরোধ, যৌতুক প্রথা, শিশুশ্রম, শ্রম অধিকার, সামাজিক-রাজনৈতিক সচেতনতা ও বিভিন্ন সমস্যা বিষয়ের এজেন্ডা নিয়ে নির্ধারিত বিষয়।'

সংসদীয় পদ্ধতিতে এই প্রতিযোগিতা পরিচালিত হবে বলেও জানান তিনি। বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে স্মরণিকা প্রকাশ করা হবে।

এ আর খান বলেন, 'সাংবাদিকরা আমাদের স্মরণিকায় গঠনমূলক লেখা দিতে পারবেন। স্মরণিকায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ড ও পরিচিত তুলে ধরার পাশাপাশি গঠনমূলক ও সহযোগিতামূলক লেখা থাকবে।'

প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করবে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও প্রাইম লাইফ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক আমার দিন এবং দ্য ডেইলি নুজ টুডে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা হেমায়েত উল্লাহ, প্রাইম লাইফ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কোম্পানি সচিব হাবিবুর রহমান, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবুল কাশেম মোল্লা, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের ডিন ড. এ. এইচ. এম. হাবিবুর রহমান, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর শেখ মো. হাসানুজ্জামান, ডিন, প্রফেসর এ. জে. এম. ওমর ফারুখ, ড নাসরিন, মোহাম্মদ যোবায়ের সর্দার মার্জিন ও মোহাম্মদ হাফিজুদ্দিন মুন্না।

ঢাকাটাইমস/২৯মার্চ/এসএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :