সিটি অব লন্ডন কাউন্সিলর হলেন বাংলাদেশি বংশোদ্ভূত মনসুর

ইউরোপ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০১৭, ১৫:৫৫

প্রথম বাংলাদেশি হিসেবে সিটি অব লন্ডন নির্বাচনে কাউন্সিলর পদে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মনসুর আলী।

২৩ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে বিজয়ী হয়ে লন্ডন মেয়র সাদিক খানের সঙ্গী হলেন মনসুর আলী।

জয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মনসুর আলী বলেন, আমি আমার কমিউনিটির লোকজনের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি যেন আমার দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি- সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।

সিটি অব লন্ডনে বড় হওয়া মনসুর আলী একজন সফল চলচ্চিত্র পরিচালক। এছাড়াও লেখালেখি ও প্রযোজনার কাজ করেন তিনি। বিশ্বের অন্যতম প্রসিদ্ধ শহর লন্ডনে বড় হলেও এখানের স্থানীয় তরুণদের জন্য বাস্তবিক অর্থে কাজের সুযোগ তৈরি হচ্ছে না বলে মনে করেন মনসুর আলী।

মনসুর আলী বাংলাদেশে জন্মগ্রহণ করেন এবং মাত্র দুই বছর বয়সে বাবা-মার সঙ্গে লন্ডনে পাড়ি দেন। তিনি পূর্ব লন্ডনে বেড়ে উঠেন এবং সেখানকার স্কুলে লেখাপড়া করেন। ফিল্ম অ্যান্ড টিভি প্রডাকশনে স্নাতক ডিগ্রি নেন তিনি।

(ঢাকাটাইমস/২৯মার্চ/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :