জঙ্গিমুক্ত দেশ গড়ার ঘোষণা ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০১৭, ১৮:৪২

জঙ্গিমুক্ত দেশ গড়ার ঘোষণা দিয়েছে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ। শেখ হাসিনার বাংলাদেশে জঙ্গিদের ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

ছাত্রলীগের চার দিনব্যাপী জঙ্গিবাদবিরোধী কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ক্যাম্পাসে বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে ছাত্রলীগ নেতারা এই ঘোষণা দেন।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখার সভাপতি শাকিল হোসাইন শুভ এবং সাধারণ সম্পাদক সালেহ মো. হাসান আতিক কর্মসূচিতে অংশ নেন। ছাত্রলীগের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন শিক্ষকরাও।

সমাবেশে সভাপতি শাকিল হোসাইন বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনা যখন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছেন ঠিক তখনই বিএনপি-জামায়াত মদদপুষ্ট জঙ্গিরা এ দেশকে পেছনের দিকে টেনে নিয়ে যেতে চাইছে।’

ছাত্রলীগ নেতা বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের একজন নেতাকর্মীর শেষ রক্তবিন্দু থাকা অবধি এ দেশকে জঙ্গিরাষ্ট্র হতে দেবো না। এদেশকে আমরা জঙ্গিমুক্ত করেই ছাড়বো।’

আতিক বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ দেশের সব ক্রান্তিলগ্নে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, সামনের যেকোনো সময়ের জন্য ছাত্রলীগ সদা প্রস্তুত সামনে থেকে যেকোনো সমস্যা মোকাবিলা করতে।’

(ঢাকাটাইমস/২৯মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :