এমপি ফারুক চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ বিএনপির

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০১৭, ১৮:৪৯

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর দেয়া এক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। এমপি ফারুক চৌধুরীর দেয়া ওই বক্তব্যকে ‘অসাংবিধানিক’ ও ‘অগণতান্ত্রিক’ বলেও উল্লেখ করেছে বিএনপি। রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানান।

রাজশাহী মহানগরীর মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন স্বাক্ষরিত ওই প্রতিবাদলিপিতে বিএনপিপন্থী একটি দৈনিকের বরাত দিয়ে বলা হয়, গত ২৫ মার্চ তানোরের একটি কলেজের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে এমপি ওমর ফারুক চৌধুরী বলেন- ‘ইতিপূর্বে জামায়াতকে শেষ করা হয়েছে। বাকি আছে বিএনপি, তাদেরও কঁচু কাটা করে কেটে বাংলার মাটি থেকে শেষ করা হবে। এ দেশের মাটি তাদের জন্য নয়। এ দেশের মাটি আওয়ামী লীগের জন্য। বিএনপি জঙ্গিবাদে পরিণত হয়েছে। তাদের গ্রামগঞ্জ থেকে শুরু করে সব জায়গা থেকে শেষ করতে হবে।’

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বলেছেন, ‘দেশের এমন সংকটময় পরিস্থিতিতে সরকার দলীয় একজন দায়িত্বশীল এমপির এমন কাণ্ডজ্ঞানহীন, দাম্ভিকতাপূর্ণ বাক্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নজিরবিহীন উপহাস এবং তা চলমান সংকটকে আরো ঘোলাটে ও জটিল করে তুলবে।’

তিনি বলেন, ইতোপূর্বে বিএনপিকে ধ্বংস করার অনেক বড় ষড়যন্ত্র হয়েছে। কিন্তু বিএনপিকে নিঃশেষ করা যায়নি। এমপি ফারুক চৌধুরীর এমন প্রতিহিংসামূলক বক্তব্য গণতান্ত্রিক ধারার পরিপন্থী এবং বাকশালী আচরণের সর্বনিকৃষ্ট উদাহরণ। তাই এমন বক্তব্য দেয়া থেকে বিরত থাকার জন্য তিনি এমপি ওমর ফারুক চৌধুরীর প্রতি আহ্বান জানান।

(ঢাকাটাইমস/২৯মার্চ/আরআর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :