গাজীপুরে তিন একর বনভূমি দখলমুক্ত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০১৭, ১৯:১৭

গাজীপুরের ভাওয়ালে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন এক একর বনভূমি দখলমুক্ত করেছে বনবিভাগ। সেই সঙ্গে দখল মুক্ত ভূমিতে কাঁটাতারের বেড়া দিয়ে সীমানা সংরক্ষিত করা হয়।

মঙ্গলবার থেকে শুরু হয়ে বুধবার বিকাল পর্যন্ত চলা এক অভিযানে এসব দখলমুক্ত করা হয়।

দখলমুক্ত জায়গাগুলো বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকা’র অধিন ভাওয়াল রেঞ্জের বাড়ইপাড়া বিটের ৪নং বাড়ইপাড়া মৌজায় নয়নপুর ও পেপসি গেইট এলাকায় অবস্থিত।

অভিযানে উপস্থিত ছিলেন, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, বিটকর্মকর্তা মো.নাসিরউদ্দিন, বিট এবং রেঞ্জের স্ট্রাফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগ। এই উচ্ছেদ অভিযানে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন বন্য ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকার বিভাগীয় বন কর্মকর্তা এ.এস.এমজহির উদ্দিন আকন।

ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম ঢাকাটাইমসকে জানান, উচ্ছেদকৃত বনভূমিতে দেশীয় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হবে। এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

(ঢাকাটাইমস/২৯মার্চ/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :