দেশে ফিরিয়ে আনা হচ্ছে র‌্যাবের গোয়েন্দাপ্রধানকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মার্চ ২০১৭, ২২:১৫ | প্রকাশিত : ২৯ মার্চ ২০১৭, ২০:১৩

সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে জঙ্গি হামলায় আহত র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদকে। বুধবার রাত আটটার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হবে। এরপর তাকে সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালের আইসিইউতে রাখা হবে।

গত ২৫ মার্চ শনিবার সন্ধ্যায় সিলেটের শিবপাড়ার আতিয়া মহলের অদূরে জঙ্গিদের বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন আবুল কালাম আজাদ এবং তার সহকর্মী মেজর শাহিন আজাদ। এ ঘটনায় দুই পুলিশ পরিদর্শকসহ নিহত হন ছয়জন।

ওই রাতে আহত লে. কর্নেল আবুল কালাম আজাদ এবং মেজর শাহিন আজাদকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসা হয়। পরদিন সন্ধ্যায় আজাদকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুরের এলিজাবেথ মাউনেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় লে. কর্নেল আবুল কালাম আজাদের অবস্থা আশঙ্কাজনক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে। বুধবার দুপুরে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদও তার জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

জানতে চাইলে র‌্যাবের সহকারী পরিচালক মিজানুর রহমান ঢাকাটাইমসকে বলেন, চিকিৎসকদের পরামর্শেই তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তাকে সিএমএইচের আইসিইউতে রাখা হবে।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

স্বস্তি নেই মাছ-মাংসে, ফের বাড়ছে আলু-পেঁয়াজের দাম 

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

এই বিভাগের সব খবর

শিরোনাম :