‘কুমিল্লায় একজন মন্ত্রীর নেতৃত্বে কারচুপির নীলনকশা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মার্চ ২০১৭, ২০:৪৩ | প্রকাশিত : ২৯ মার্চ ২০১৭, ২০:৪১

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনী এলাকা ঘুরে এসে সার্বিক পরিস্থিতি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার (সিইসি) কাছে তুলে ধরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের নজরুল ইসলাম খান বলেন, ‘কুমিল্লার একজন প্রভাবশালী মন্ত্রীর নেতৃত্বে বিশেষ করে সিটি করপোরেশনের দক্ষিণভাগে ভোট চুরি, কারচুপির নীলনকশা করা হয়েছে বলে জেনেছি। বিষয়টি সিইসিকে অবহিত করে তা প্রতিরোধের জন্য বলেছি।’

নজরুল বলেন, ‘আমরা কোনো ফেভার চাই না; সুষ্ঠু নির্বাচন চাই। ইতোমধ্যে সিইসি কুমিল্লায় গিয়ে বলেছেন-এখান থেকেই গণতন্ত্রের নবযাত্রা হবে। সিইসিকে আমরা বলেছি- আপনি যে কথা বলেছেন তা বাস্তবায়ন করবেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের মনে হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ইসি খুব সিরিয়াস। সুষ্ঠু ভোটের জন্য সবধরনের ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন সিইসি। কমিশন এ পর্যন্ত যেসব কথা বলেছে তার সঠিক বাস্তবায়ন হলে আমরা মনে করি ভোট সুষ্ঠু হবে।’

এর আগে মঙ্গলবার আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে ইসি কার্যালয়ে যায়। এ সময় তারা এক ঘণ্টার বেশি সময় সিইসির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, নিরপেক্ষতা দেখাতে গিয়ে নির্বাচন কমিশন (ইসি) অনেক সময় ক্ষমতাশীনদের প্রতি নিষ্ঠুর হয়।

(ঢাকাটাইমস/২৯মার্চ/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :