চেয়ারম্যান ও আ.লীগ নেতার দ্বন্দ্ব, প্রাণ গেল কর্মীর

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০১৭, ২০:৫২

ঢাকার সাভারের আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হন। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্য শফিউল আলম সোহাগকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকালে আশুলিয়ার নয়ারহাট বাজারে ঝুট ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানায়, পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সাথে ঝুট ব্যবসার আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে বিকালে চেয়ারম্যান পারভেজ দেওয়ান ও আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেনের লোকজন ঝুট ব্যবসার আধিপত্য নিতে নয়ারহাট এলাকায় অবস্থান নেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

এসময় পাথালিয়া ইউনিয়নের আব্দুর রহিম নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়। আহত হয় উভয় পক্ষের অন্তত পাঁচ জন। পরে স্থানীয়রা আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রহিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরে পাথালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য শফিউল আলম সোহাগকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না। ঘটনার সময় আমি আশুলিয়া থানায় ছিলাম।’

এদিকে ঘটনার বিষয়ে জানতে চাইলে সাভার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ ঢাকাটাইমসকে জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৯মার্চ/আইআই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সাভারে দোকানে এসি বিস্ফোরণ, দগ্ধ-আহত ৭

সালথায় প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসপি

সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে ২১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১২

মৌলভীবাজার জেলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত, নতুন সম্পাদক আব্দুল বাছিত বাচ্চু

সিলেটের পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

সালথায় সহিংসতার মামলায় উপজেলা চেয়ারম্যানসহ ৪৪ জন গ্রেপ্তার

উপজেলা নির্বাচন: নোয়াখালীতে মা-ছেলেসহ চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়ন জমা

উপজেলা নির্বাচন: পদত্যাগ করলেন খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম

গাজীপুরে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

এই বিভাগের সব খবর

শিরোনাম :