বাঘায় ‘তালিকাভুক্ত’ জেএমবি ক্যাডার গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০১৭, ২১:৪৮

রাজশাহীর বাঘা উপজেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক জেএমবি ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম নিউটন হাবিব ওরফে পিন্টু ওরফে ইকবাল (৪৫)। তিনি বাঘার আড়ানি পৌর এলাকার ভারতিপাড়া মহল্লার মৃত হাকিম উদ্দিনের ছেলে।

বুধবার দুপুরে নিউটনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ। তিনি ঢাকাটাইমসকে বলেন, নিউটন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জেএমবি সদস্য। তালিকায় তার স্থান ১৫৪ নম্বরে।

ওসি আরও জানান, নিউটন দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে আবার সাংগঠনিক কার্যক্রম শুরু করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি নিশ্চিত হয়েছে। এরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, নিউটনের নামে আগে থেকেই সন্ত্রাস বিরোধী আইনে থানায় মামলা আছে। সে মামলায় তিনি জামিনে আছেন। তার বিরুদ্ধে নতুন করে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/২৯মার্চ/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :