ফরিদপুরে বিয়াই বাড়িতে প্রধানমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৬:৩৮ | প্রকাশিত : ২৯ মার্চ ২০১৭, ২৩:২১

মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ফরিদপুরের শ্বশুরবাড়িতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গিয়ে হরেকরকম খাবারে আপ্পায়িত হন তিনি।

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ঢাকাটাইমসকে জানান, বুধবার ফরিদপুর সফরে এসে শহরের বদরপুরের আফসানা মঞ্জিলের বাড়িতে দীর্ঘ দুই ঘণ্টা অবস্থান করেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্ন ভোজ ছাড়াও জোহরের নামাজ আদায় করেন তিনি। পরে বিশ্রাম নিয়ে সরকারি রাজেন্দ্র কলেজের ফরিদপুর শহর শাখার মাঠে জেলা আওয়ামী লীগের জনসভাস্থলে রওনা হন।

দুপুরে সায়মা ওয়াজেদ পুতুলের শ্বশুর বাড়িতে পৌঁছেল সেখানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পুতুল ও তার স্বামী খন্দকার মাশরুর হোসেনসহ শ্বশুরবাড়ির স্বজনেরা তাকে স্বাগত জানান।

আফসানা মঞ্জিলে জোহরের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরের খাবার গ্রহণ করেন। সেখান থেকে সোয়া তিনটার দিকে জনসভাস্থলে পৌঁছান।

এর আগে আজ বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে হেলিকপ্টারযোগে ফরিদপুর শহরের শেখ জামাল স্টেডিয়ামে অবতরণ করেন প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ও পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা।

স্টেডিয়াম থেকে সার্কিট হাউসে গেলে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেন পুলিশের চৌকস দলের সদস্যরা। সার্কিট হাউসে বিশ্রাম নিয়ে বেলা সোয়া বারটার দিকে পুতুলের শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

উল্লেখ্য, ২০০৮ সালের শেষ দিকে ফরিদপুর আসেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ নয় বছর পর আবার প্রধানমন্ত্রীর আগমনে উদ্বেলিত ফরিদপুরবাসী।

(ঢাকাটাইমস/২৯মার্চ/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

উপজেলা ভোটের মাঠে বিএনপির তৃণমূল নেতারা

উপজেলা নির্বাচনে অংশগ্রহণ: বিএনপির ৬৪ নেতাকে শোকজ

ভোটের মাঠ থেকে স্বজনদের সরাতে পারেননি আ.লীগের মন্ত্রী-এমপিরা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

এই বিভাগের সব খবর

শিরোনাম :