মা-বাবার কবর জিয়ারত করে ভোটকেন্দ্রে যাবেন সাক্কু

বোরহান উদ্দিন, কুমিল্লা থেকে
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০১৭, ০৮:৪৩

মা-বাবার কবর জিয়ারত করে ভোট দিতে যাবেন কুমিল্লা সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু।

বৃহস্পতিবার সকালে নগরীর টমছমব্রিজ এলাকায় দুইজনের মাজার জিয়ারত শেষে ভোটকেন্দ্রে যাবেন সাক্কু।

নগরীর উত্তর চর্থার নবাব হোচ্ছাম হায়দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দেয়ার কথা রয়েছে তার।

এদিকে সাক্কু যে কেন্দ্রে ভোট দেবেন সকাল থেকেই সেখানে ভোটারদের বেশ উপস্থিতি লক্ষ্য করা গেছে। যারা ভোট দিয়েছেন তারাও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

ভোট দিতে আসা এক নারী ভোটার ঢাকাটাইমসকে বলেন, ভোটের পরিবেশ অনেক শান্তিপূর্ণ আছে। আকাশ মেঘলা থাকায় সকালেই ভোট দিতে এসেছি। আশা করি সুষ্ঠুভাবেই ভোট শেষ হবে।

এর আগে সকাল আটটা থেকে একযোগে সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীসহ মোট চারজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকাটাইমস/৩০মার্চ/বিইউ/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :