একজনের নগরী হয়ে গিয়েছিল নারায়ণগঞ্জ: আইভী
নারায়ণগঞ্জ শহর গত ৪০ বছর ধরে একটি পরিবারের নিয়ন্ত্রণে ছিল। এই শহরে ওই পরিবারটি আধিপত্য বিস্তার করেছিল। একজনের নামে এই নগরী সারাদেশে পরিচিতি পেয়েছিল। সেখান থেকে নারায়ণগঞ্জের ভাবমূর্তি উদ্ধার করেছেন বলে দাবি করেছেন সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
মেয়র আইভী বলেন, ‘নারায়ণগঞ্জের নাম মুছে গিয়ে একজনের নামের নগরী হয়ে গিয়েছিল। আমি দুঃসাহসিকভাবে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করেছি। আর এ প্রতিবাদে সহযোগিতা করেছে এ শহরের অগণিত মানুষ।’
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জে এক গোলটেবিল আলোচনায় আইভী এসব কথা বলেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে অনলাইন গণমাধ্যম নারায়ণগঞ্জ বিডি ডটনেট ‘নারায়ণগঞ্জে সুস্থ, সুন্দর ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এই গোলটেবিলের আয়োজন করে।
সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘গত ১৪ বছর পর এই শহরের মানুষ এখন কথা বলে, অন্যায়ের প্রতিবাদ করে। আমার সাথে অনেকের বিভাজন তৈরি হয়েছে সেটা ত্বকী, আশিক, ভুলু, চঞ্চল হত্যা নিয়ে। তবে কোনো রাজনৈতিক ব্যক্তি কোনো ভালো কাজ করলে আমি তাকে ধন্যবাদ জানাতে কার্পণ্য করবো না।’
নারায়ণগঞ্জ বিডি ডটনেটের সম্পাদক রফিকুল ইসলাম জীবনের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আবুল কালাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ প্রেসক্লাব সভাপতি মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা বিএনপির নেতা জান্নাতুল ফেরদৌস, মহানগর বিএনপির সভাপতি এটি এম কামাল, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের উপাধক্ষ্য রুমন রেজা প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ।
সেমিনারের আলোচ্য বিষয় সম্পর্কে মেয়র আইভী বলেন, ‘নারায়ণগঞ্জে এখন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা গণমাধ্যমগুলো মাদক ও সন্ত্রাসের সাথে জড়িয়ে গণমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আর আমাদের মতো কিছু রাজনীতিবিদই তাদেরকে সে সুযোগ করে দিচ্ছি। কারণ রাজনীতিবিদরাও অনেক ক্ষেত্রে কলুষিত হয়ে গিয়েছেন।’ নারায়ণগঞ্জের উন্নয়ন, সত্য প্রকাশ করা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য সবাইকে সাহসী ভূমিকা রাখার জন্য মেয়র আইভী সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
বিএনপি নেতা গিয়াস উদ্দিন বলেন, ‘সুষ্ঠু সাংবাদিকতায় গণমাধ্যমের মালিকরা অন্তরায়-এটা আজ সুস্পষ্ট। গণতন্ত্রকে রক্ষার জন্য গণমাধ্যমকর্মীদের সবাইকে সাহসী ভুমিকা রাখতে হবে।’ তিনি বলেন, ‘আবার অনেক সময় রাজনীতিকরাও সুষ্ঠু সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে হুমকি-ধমকি-নির্যাতনের শিকার হন সাংবাদিকরা।’
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, ‘সুষ্ঠু গণতান্ত্রিক অধিকার চর্চার জন্য প্রথম দরকার সুস্থ মানসিকতা। রাজনীতিবিদরা যদি সুষ্ঠু মানসিকতা নিয়ে রাজনীতি করেন তবেই গণতান্ত্রিক পরিবেশ সুস্থ হবে।’
(ঢাকাটাইমস/৩০মার্চ/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন