মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে নিহত তিন

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০১৭, ১৮:০৮| আপডেট : ৩০ মার্চ ২০১৭, ২০:৪৭
অ- অ+
ফাইল ছবি

মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে তিনজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ১৭-১৮ জন যাত্রী নিয়ে ট্রলারটি সোনারগাঁওয়ের লেংটার মেলার উদ্দেশ্যে যাচ্ছিল। ঘটনার সঙ্গে সঙ্গে অপর একটি ট্রলারে বেশ কয়েকজন যাত্রীকে ওঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গজারিয়া উপজেলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. সামসুল আলম জানান, সোনারগাঁওয়ে লেংটার মেলায় যাওয়ার পথে বিকালে মেঘনা নদীতে প্রচণ্ড ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়।

“এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠে এলেও কিছুক্ষণ পর স্থানীয়রা ঘটনাস্থলের পাশ থেকে তিনজনের লাশ উদ্ধার করে।”

তবে ঘটনার পরপরই প্রত্যক্ষদর্শী মাঝি মাসুদ মিয়া ঢাকাটাইমস প্রতিনিধিকে জানিয়েছিলেন, তার ট্রলারের অদূরেই নারী-পুরুষসহ শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি মেঘনা নদীর মোহনায় ডুবে যায়। এটি লেংটার মেলার উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় অপর এক মাঝি সেলিম মিয়া বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে তার ট্রলারে উঠিয়েছিলেন। অনেকেই সাঁতরে তীরে উঠে যায়। তবে, তিনজন নদীতে ডুবে মারা যায়। আর কেউ নিখোঁজ আছে কিনা সে ব্যাপারে উদ্ধার কাজ চলছে।

(ঢাকাটাইমস/৩০মার্চ/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতে পাচারের সময় উলিপুর সীমান্ত থেকে ৩৩৬০ লিটার ডিজেল জব্দ
১৫০০ মার্কিনির সাজা মওকুফ করলেন বাইডেন
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, প্রাণ গেল স্কুলছাত্রের
শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশোধিত বিধিমালা চলতি মাসেই চূড়ান্ত হবে: পরিবেশ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা