ফরিদপুর বিএস জুট মিলে আগুন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০১৭, ১৯:৫৬

ফরিদপুরের সদর উপজেলার শিবরামপুর এলাকার বিএস জুট মিলে আগুন লেগে ক্ষতি হয়েছে প্রায় কয়েক কোটি টাকার পাট। এসময় চারটি গোডাউনে থাকা প্রায় ২৫ হাজার মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে মিল কৃর্তপক্ষ।

এদিকে আগুনের খবর পেয়ে ফরিদপুর, ভাঙ্গা ও রাজবাড়ী জেলা থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুর বিএস জুট পারসেজার জহিরুল ইসলাম জানান, দুপুর আড়াইটার দিকে মিলের ১নং গোডাউনে আগুন লেগে যায়। তিনি বলেন, এর পরপরই আগুন ছড়িয়ে পড়ে আরো মিলের ২, ৪ ও ৬নং গোডাউনে। এসময় গোডাউনে থাকা প্রায় ২৫ হাজার মণ পাট পুড়ে গেছে।

তিনি জানান, যে পাট পুড়েছে তার মূল্য প্রায় কয়েক কোটি টাকার মতো হবে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ম্যানেজার মো. সাইফুজ্জামান জানান, আমরা আগুনের খবর পেয়ে ফরিদপুর, ভাঙ্গা ও রাজবাড়ী জেলা থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দুই ঘণ্টার বেশি সময় পর মিলের আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, কি পরিমাণ পাটের ক্ষতি হয়েছে সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয়।

আগুনের সূত্রপাতের বিষয়ে এই ফায়ার কর্মকর্তা বলেন, এখনই বলা যাচ্ছে না কি কারণে এই আগুন লেগেছে।

(ঢাকাটাইমস/৩০মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :