জামালপুরে হত্যা মামলায় একজনের ফাঁসি

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০১৭, ২১:০৮

জামালপুরের মেলান্দহ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজের চতুর্থ লেভেলের ছাত্রী মমতাজ বেগম মিমির হত্যা মামলার একমাত্র আসামি মাহমুদুল হাসানকে মৃত্যুদণ্ডাদেশ ও দশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সায়েদুর রহমান খান এই রায় দেন।

বাদীর আইনজীবী পিপি নির্মল কান্তি ভদ্র জানান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজের চতুর্থ লেভেলের ছাত্রী মমতাজ বেগম মিমিকে প্রেমের প্রস্তাব দেয় একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদুল হাসান। মিমি তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করায় ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভোর ৫টায় মাহমুদুল হাসান কলেজের মহিলা হোস্টেলে মিমির কক্ষের বাথরুমের ভেনটিলিটার ভেঙে ভেতরে প্রবেশ। মিমি ঘুম থেকে উঠে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় দুই জনের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে মাহমুদুল মিমিকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। কলেজ সুপার ও ছাত্রীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে মেলান্দহ হাসপাতালে পরে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মিমিকে মৃত ঘোষণা করেন।

এই হত্যার ঘটনায় কলেজের হোস্টেল সুপার ফরহাদ আলী মাহমুদুল হাসানকে আসামি করে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা করেন।

পুলিশ মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

হোস্টেল সুপার ফরহাদ আলী জানান, দীর্ঘ আট বছর পর এই মামলার রায় হলেও আমরা খুশি।

(ঢাকাটাইমস/৩০মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :