চেষ্টা করেছি, পাস করাতে পারিনি: বাহার

তানিম আহমেদ, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০১৭, ২২:০৮
ফাইল ছবি

দলের ভেতরে বেইমানির জন্য জিততে পারিনি-মেয়ের পরাজয়ের পর আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার বাবা আফজল খানের প্রতিক্রিয়া ছিল এমন। তিনি নাম না বললেও তার অভিযোগের তীর যে দলের ভেতর তার প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত আ ক ম বাহাউদ্দিন বাহারের দিকে, সেটি সহজেই অনুমেয়। তবে বাহার বলেছেন, তিনি সীমাকে জেতাতে অনেক চেষ্টা করেছেন, কিন্তু পাস করাতে পারেননি।

আফজল খানের অভিযোগের পর বাহারের সঙ্গেও কথা হয়েছে ঢাকাটাইমসের। এবার সীমাকে নৌকা প্রতীক দেয়ার পর থেকেই আফজল-বাহারের পুরনো দ্বন্দ্বের বিষয়টি উঠে আসে গণমাধ্যমে। তবে ভোটের আগে প্রচার হয়েছে যে এই দ্বন্দ্ব মিটে গেছে।

তবে ভোটের দিন নানা ঘটনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় একজন নেতা ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা ভেবেছিলাম দ্বন্দ্ব মিটে গেছে। তবে স্থানীয় এমপি আমাদের প্রার্থীর পক্ষে ছিলেন না। আমরা কেন্দ্রকে এই রিপোর্ট দেব।’ তবে বাহাউদ্দিন বাহার ঢাকাটাইমসকে বলেন বলেন, ‘অনেক চেষ্টা করেছি কিন্তু পাস করাতে পারিনি, খুব দু:খ লাগতেছে।’

বাহার বলেন, এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর হারের পেছনে তার ভূমিকা খুঁজে বের করার চেষ্টা অবান্তর। তিনি বলেন, ‘আমার কারণে রেজাল্ট খারাপ হয়নি। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নির্বাচনী এলাকার নয়টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রে পাস করেছে। আমার এলাকার আঠারোটি ওয়ার্ডের অনেকগুলো কেন্দ্রে আমরা পাস করেছি। সব কেন্দ্রের হিসাব কি আমার কাছে থাকে? কেন্দ্রের পাস-ফেল নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়।’

বাহাউদ্দিন বাহার বলেন বলেন, ‘২০০৮ সালের জাতীয় নির্বাচনে তো আমি ৩৩ কেন্দ্রে ফেল করেছিলাম। তাও পাস করেছি। আমার এখানে তো নৌকা বেশি ভোট পেয়েছে। আর লোটাস কামালের ওখানে নৌকা কম ভোট পেয়েছে। তাহলে দোষ আমার না তাঁর?’।

২০১২ সালে আফজল খানের হেরে যাওয়ার পরও তিনি অভিযোগ করেছিলেন বাহারের কারণেই তার হার হয়েছে। এবার মেয়ে সীমার পরাজয়ের পরও একই অভিযোগ তুলেছেন তিনি। তবে বাহার তার জবাবে বলেন, ‘এ যন্ত্রণা ভালো লাগে না। আর এ যন্ত্রণা ভালো লাগে না।’

বাহার বলেন, ‘কষ্ট করে পাস করাইতে কাজ করেছি। এখন ফেল করার পর বলা হচ্ছে আমার দোষ।’ এ বলে ফোন কেটে দেন বাহাউদ্দিন বাহার।

সংসদ সদস্য হওয়ায় বাহারের পক্ষে অবশ্য সীমার হয়ে নির্বাচনী প্রচারে নামার সুযোগ ছিল না। তবে তার মেয়ে প্রকাশ্যে কাজ করেছেন সীমার সঙ্গেই।

(ঢাকাটাইমস/৩০মার্চ/টিএ/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :