পাকুন্দিয়ায় জঙ্গিবাদ দমনে পুলিশের মতবিনিময় সভা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০১৭, ২৩:৪২
অ- অ+

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জঙ্গিবাদ দমন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান।

এসময় পৌরমেয়র আক্তারুজ্জামান খোকন, উপজেলা আ.লীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, পাকুন্দিয়া কলেজের অধ্যক্ষ মো.কফিল উদ্দিন, থানার উপপরিদর্শক মো.শাহাব উদ্দিন, প্রেসক্লাব সভাপতি এমএ রশীদ ভূঁইয়া, পাটুয়াভাঙা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, হোসেন্দি ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, জাঙালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবদুছ ছাত্তার, জেলা যুবলীগ নেতা সাবেক ভিপি ফরিদ উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ভিপি হেলাল উদ্দিন, ছাত্রলীগ আহ্বায়ক মোহাম্মদ এখলাছ উদ্দিন প্রমুখসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, পৌরকাউন্সিলর ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিথ ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, জঙ্গিবাদ দমন পুলিশের একার পক্ষে সম্ভব নয়। যদি সমাজের সকল শ্রেণিপেশার মানুষ ঐক্যবদ্ধ হই এবং পুলিশকে সহযোগিতা করি তবেই কেবল জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে। এসময় তিনি বাড়িভাড়া ও নিজ সন্তানদের প্রতি সচেতন থাকারও পরামর্শ দেন।

(ঢাকাটাইমস/৩০মার্চ/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা