মেঘনায় ট্রলারডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০১৭, ১৫:০১
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজদের মধ্যে পাঁচ নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার দুপুর ১টার দিকে চর কিশোরগঞ্জ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন অর রশিদ ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর রামপুরা থেকে প্রায় ৯০ জন যাত্রী নিয়ে চাঁদপুরের বেলতলী এলাকায় যাওয়ার পথে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পর নারীসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরমধ্যে আজ পাঁচ নারীর মরদেহ উদ্ধার করা হলো।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম ঢাকাটাইমসকে জানান, তাদের কাছে ১৩ জনের নিঁখোজের তালিকা আছে। এরমধ্যে পাঁচজন নারীর মরদেহ আজ উদ্ধার করা হয়েছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের জানান, আজ সকাল থেকে নিখোঁজদের সন্ধানে নৌবাহিনী, ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং বিআইডব্লিউটিএ মেঘনায় তল্লাশি শুরু করেছে। ডুবে যাওয়া ট্রলারটিও শনাক্ত করা হয়েছে। ভেতরে আরও লাশ থাকতে পারে বলে ধারণা করছেন ওসি।

(ঢাকাটাইমস/৩১মার্চ/প্রতিনিধি/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘দেশবাসী জামায়াতে ইসলামীর শাসন দেখতে চায়’
স্বাধীনতার ৫৩ বছরেও ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি: গোলাম পরওয়ার
আলফাডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 
আইইউবিএটির শিক্ষার্থীদের জন্য সাতটি নতুন বাস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা