বাঞ্ছারামপুরে ঘূর্ণিঝড়ে ৮৭ ঘর বিধ্বস্ত

প্রকাশ | ৩১ মার্চ ২০১৭, ১৬:০৯ | আপডেট: ৩১ মার্চ ২০১৭, ১৬:৩৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আকানগর গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে ঘূর্ণিঝড়ে ৮৭টি ঘর ও আকানগর প্রাথমিক বিদ্যালয় বিধ্বস্ত হয়েছে। এছাড়া গাছপালা ও বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫৮টি পরিবার খোলা আকাশের নীচে বাস করছে।

ঘূর্ণিঝড়ের খবর পেয়ে আজ শুক্রবার উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত উসমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমীর ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও চাল বিতরণ করেন।

স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম ক্ষতিগ্রস্থদের সার্বিক সহায়তা দিতে উপজেলা প্রশাসনকে   নির্দেশ দিয়েছেন।

(ঢাকাটাইমস/৩১মার্চ/প্রতিনিধি/জেডএ)