মাথায় গুলি করে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এক পুলিশ কনস্টেবল নিজ মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। তার নাম তুষার কান্তি দে (কং নং-১৪৬৯)। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তদন্ত কেন্দ্রের ব্যারাকে এই ঘটনা ঘটে।
তুষার কান্তির বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়।
পুলিশের তথ্যমতে, প্রতিদিনের ন্যায় দায়িত্ব পালন শেষে ব্যারাকে অবস্থান করছিল তুষার। সকাল সাড়ে ১১টার দিকে নিজের কাছে থাকা রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করেন তিনি। গুলির শব্দ শুনে আশপাশে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে তুষারকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে বেলা পৌনে দুইটার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানায় উপপরিদর্শক মনির হোসেন। তিনি বলেন, কী কারণে তুষার আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।
বান্দরবানের পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায় জানান, তার আত্মহত্যার কারণটি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও কিছু বলতে পারছেন না বলে এসপি জানান।
ঢাকাটাইমস/৩১মার্চ/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন