প্রকৃতির বাধায় বড়হাটের জঙ্গিবিরোধী অভিযান স্থগিত

মাহবুবুর রহমান, মৌলভীবাজার থেকে
| আপডেট : ৩১ মার্চ ২০১৭, ২০:৪৩ | প্রকাশিত : ৩১ মার্চ ২০১৭, ২০:২০
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মনিরুল ইসলাম

মৌলভীবাজারের বড়হাট এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান স্থগিত করা হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে আজকের মতো অভিযান স্থগিত করা হয়েছে। শনিবার ভোরে আস্তানাটিতে ফের অভিযান শুরু হবে।

শুক্রবার সন্ধ্যায় কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।

মনিরুল ইসলাম বলেন, আবহাওয়া অনুকূলে না থাকায় এবং অন্ধকার হয়ে যাওয়ায় বিস্ফোরক ভর্তি বাড়িটিতে রাতে অভিযান চালানো যাবে না। এজন্য আজকের মতো অভিযান স্থগিত করা হয়েছে। কাল সকাল থেকে আবার অভিযান শুরু হবে। তবে পুলিশ বাড়িটি ঘিরে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, ভেতরে প্রচুর বোমা আছে বলে ধারণা করা হচ্ছে। এজন্য অপারেশন কিছুটা জটিল।

মনিরুল ইসলাম বলেন, ‘যে বাড়িটিতে তারা অবস্থান নিয়েছে, সেই বাড়িতে অনেক কক্ষ রয়েছে এবং একটি নির্মাণাধীন ভবন রয়েছে। এ কারণে এই অভিযান শেষ হতে আরও কিছু সময় লাগবে। বাড়িটি এখনও ঘিরে রাখা হয়েছে।’

ভেতরে কতজন আছে এমন প্রশ্ন করা হলে কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান বলেন ‘আমাদের সোয়াত টিম যখন অভিযান চালানোর জন্য ভেতরে যাওয়ার চেষ্টা করে, তখন ভেতর থেকে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বাড়ির ভেতরে বেশ কয়েকজন আছে বলে ধারণা করা হচ্ছে।’

দুটি জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে গত বুধবার ভোরে জেলার দুটি বাড়ি ঘিরে রাখে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। বাড়ি দুটি মালিক সাইফুর রহমান লন্ডন প্রবাসী। এরপর অভিযান চালাতে সেদিন বিকালে সোয়াটের একটি দল ঢাকা থেকে মৌলভীবাজার আসে। প্রায় ৩৪ ঘণ্টা ঘিরে রাখার পর নাসিরপুরের আস্তানাটিতে ‘অপারেশন হিট ব্যাক’ অভিযান চালায় পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে নাসিরপুরের আস্তানায় অভিযানের সমাপ্তি টানা হয়। পরে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছিলেন, সেখানকার জঙ্গি আস্তানা থেকে ‘ছিন্নভিন্ন সাত থেকে আটজনের লাশের অংশ’ পাওয়া গেছে। এরপর আজ থেকে বড়হাট এলাকার আস্তানাটিতে অপারেশন ম্যাক্সিমাস অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযান শুরুর আগে আস্তানাটির আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়। বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ।

সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিং করার সময় মনিরুল ইসলাম বলেন, এখন পুরো পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। সকাল থেকে ফের অভিযান শুরু করা হবে।’

ঢাকাটাইমস/৩১মার্চ/প্রতিনিধি/ইএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :