সম্পত্তি ভাগ নিয়ে সংঘর্ষে ভাই-বোনসহ আহত ৯

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০১৭, ২০:৩৭

জেলার সদর উপজেলার ছয় ভাইয়ের মধ্যে সম্পত্তি ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে সংর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের নয়জন আহত হন। এদের মধ্যে গরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সকাল ৮টায় পূর্বচরসুন্দি গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- দলিল উদ্দিন কাজি (৭০), সাজাহান কাজি (৭৫), রাহেলা বেগম (৫৫), মমতাজ বেগম (৫৬), লাল মিয়া কাজি (৬০), সেলিম (৫৩), দিল ইসলাম (৩২), জাকিয়া বেগম (৫৫), ফুলমতি (৬৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত পূর্বচরসুন্দি গ্রামের মৃত আবুল হোসেন কাজির ছয় ছেলের মধ্যে জায়গা জমির ভাগ বাটোয়ারা নিয়ে শালিস দরবার চলছিল। আজ শুক্রবার সকালে লাল মিয়া কাজি মাঠে জমি চাষ করতে গেলে তার ভাই দলিল কাজি বাধা দেয়। এ সময় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে লাল মিয়া কাজির সমর্থকরা দলিল উদ্দিন কাজির ওপর হামলা করে। দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারে ভাই, বোন, ভাতিজা সহ নয়জন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দলিল উদ্দিন কাজির আবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.খলিলুর রহমান বলেন, এই ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৩১মার্চ/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :