ফরিদপুরে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ এপ্রিল ২০১৭, ১৪:০৯

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে স্কুল শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে ‘আমার সোনার বাংলা’ বিষয়টিকে প্রতিপাদ্য করে তাদের স্বপ্নের স্বদেশকে রং তুলিতে ফুটিয়ে তোলে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই প্রতিযোগিতায় অংশ নেয় ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদপুর জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণি অর্ধশত শিক্ষার্থী।

এসময় উপস্থিত ছিলেন- দুদক ফরিদপুরের উপ-পরিচালক ফজলুল হক, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, দুপ্রক ফরিদপুর জেলা শাখার সভাপতি প্রফেসর মো. শাহজাহান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, দুপ্রকের সহ-সভাপতি প্রফেসর আলতাফ হোসেন, সঞ্জীব কুমার সাহা প্রমুখ।

২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্তু জাতীয় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী দুর্নীতিবিরোধী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

(ঢাকাটাইমস/১মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :